নরসিংদীতে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা

নরসিংদীতে প্রতিদিনই বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের নমুনা পরীক্ষায় আরও ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৪৯ জনে।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে এ তথ্য জানান নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৬৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। বৃহস্পতিবার হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁদের সবাই সদর উপজেলার বাসিন্দা। এছাড়া রায়পুরা জিন এক্সপার্ট মেশিনে একজনের নমুনা পরীক্ষা করা হয়। সেই ব্যক্তির নমুনার ফলও পজিটিভ এসেছে।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৯ হাজার ৩৪৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৭১৬ জন, শিবপুরে ২৮৫ জন, পলাশে ৩১৫ জন, মনোহরদীতে ১৮৮ জন, বেলাবতে ১৬০ জন ও রায়পুরায় ১৮৭ জন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৫২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে সদর উপজেলায় ২৯ জন, পলাশে ০২, বেলাবতে ০৬ , রায়পুরায় ০৬, মনোহরদীতে ০২ ও শিবপুরে ০৭ জন।