দোকান খুলে পর্নোগ্রাফির ব্যবসা করতো তারা

কিশোরগঞ্জ শহরের ইসলামিয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আলামিন টেলিকম নামক দোকান থেকে পর্নোগ্রাফি ব্যবসায় যুক্ত দুজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকাল সাড়ে চারটায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আল-আমিন (৩০) ও হৃতিক জেলা সদরের বৌলাই ইউনিয়নের বাসিন্দা।

এম শোভন খান আরও জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব কিশোরগঞ্জ শহরের ইসলামিয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলার আলামিন টেলিকমে অভিযান চালানো হয়। এসময় দোকান থেকে পর্নোগ্রাফি কাজে ব্যবহৃত কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধভাবে সার্ভারের নেটওয়ার্কের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে ছড়িয়ে ও পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, এবং সরবরাহ করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।