প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

শরীয়তপুর সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে মো. দাদন খলিফা (৩০) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গয়ঘর খলিফাকান্দি (নুরুল হক খলিফার বাড়ির মসজিদের সামনে) তার ওপর হামলা হয়। রাত ৪টার দিকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মো. দাদন খলিফা শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও মালয়েশিয়া প্রবাসী। তিনি সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গয়ঘর গ্রামের সেকেন্দার খলিফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে গয়ঘর গ্রামের ইদ্রিস খার সঙ্গে নিহত দাদনের বাবা সেকেন্দার খলিফার দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গয়ঘর খলিফাকান্দির নুরুল হক খলিফার বাড়ির মসজিদে নামাজ পড়ে দাদন বের হয়। তখন আগেই ওত পেতে থাকা ইদ্রিস খা ও সেকান্দার সরদারসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র দিয়ে দাদনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। দাদনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা নেওয়ার পথে পোস্তগোলা এলাকায় দাদনের মৃত্যু হয়।

দাদন খলিফার বাবা সেকেন্দার খলিফা বলেন, ‘ইদ্রিস খান এবং সেকান্দার সরদারের নের্তৃত্বে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।’

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।’