আম পাড়া নিয়ে ‘টেঁটাযুদ্ধ’, আহত ২০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাকাইল মোড়া এলাকায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে লোকমান হোসেন ও জুলহাস গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
টেঁটাবিদ্ধ কামাল ভূঁইয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার বিকালে একপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে আড়াইহাজার থানার ওসি জানান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আড়াইহাজারে কাকাইল মোড়া আম পাড়া নিয়ে লোকমান হোসেন ও জুলহাস গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় গ্রুপের লোকজন লাঠিসোটা ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২০ জন আহত হয়। আহত কামাল ভূঁইয়াকে টেঁটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আম পাড়াকে কেন্দ্র করে ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন টেঁটাবিদ্ধ হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনায় একপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।