নির্দেশনা অমান্য করে কাউন্সিলরের ঈদ আনন্দ মেলা!

করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লডাউন চলছে। বন্ধ রয়েছে আন্তঃজেলা পরিবহনসহ হোটেল রেস্টুরেন্ট ও স্কুল-কলেজসহ সব ধরনের বিনোদন কেন্দ্র। বন্ধ রয়েছে সভা-সমাবেশ, মেলার আয়োজনসহ গণজমায়েত। এর মধ্যে সরকারি নির্দেশনাকে অমান্য করে রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা বালুর মাঠে তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকারিয়া মোল্লা তার নিজের জমিতে ঈদ আন্দ মেলার আয়োজন করেন। ঈদ উপলক্ষে আয়োজন করা মেলা ঈদের একদিন পর থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা যায়, উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার বালুর মাঠটি স্থানীয় কাউন্সিলর জাকারিয়ার মোল্লার। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ ও ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে তিনি এই জমিতে ঈদ-উল ফিতর উপলক্ষে ১৬ মে থেকে ১৫ দিনব্যাপী ঈদ মেলার আয়োজন করেন। মেলায় পণ্যসামগ্রী নিয়ে দোকান বসিয়েছেন দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। প্রতিদিন বিকাল হলেই মেলায় হাজারো দর্শনার্থী ভিড় জমান। দর্শনার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধির কোনও বালাই নেই। এছাড়া বেশিরভাগ দর্শনার্থীকে মুখে মাস্ক না পরে মেলায় ঘুরতে দেখা গেছে।

সরকারি নির্দেশনা অমান্য করে প্রশাসনের নাকের ডগায় এমন মেলার আয়োজনকে দুঃখজনক বলে মনে করছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।

এ বিষয়ে কাউন্সিলর জাকারিয়া মোল্লার মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি কোনও কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নুসরাত জাহান বলেন, কাউন্সিলরের উদ্যোগে মেলা বসানোর বিষয়ে আমার জানা নেই। সরেজমিনে গিয়ে মেলা বন্ধ করার ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।/টিটি/