র‌্যাবের হাতে পুলিশের এএসআইসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডেমরা থানা পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় ১৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। রবিবার (৩০ মে) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার রাতে সদর উপজেলার বাগমারা কলেজ রোড এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। এই ঘটনায় র‌্যাব-১০ পরিদর্শক নিজাম উদ্দিন শেখ বাদী হয়ে রবিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার এএসআইয়ের নাম ইমাম উদ্দিন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার সিদ্ধিরগঞ্জের নিমাইকাসারী বাগমারা এলাকায় র‌্যাব-১০ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নাসির উদ্দিনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে নাসির স্বীকার করে ডেমরা থানার এএসআই ইমাম উদ্দিন ইয়াবাগুলো বিক্রি করার জন্য তাকে দিয়েছেন। ইয়াবার মালিক ইমাম উদ্দিন। মাদক ব্যবসায়ী নাসির উদ্দিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি বলেন, ‘শনিবার রাতে র‌্যাব সদস্যরা নাসির উদ্দিনকে ১৯০ পিস ইয়াবাসহ আটক করে। তখন সে র‌্যাবকে জানায় ওই মাদক ডেমরা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমাম উদ্দিন তাকে বিক্রি করতে দিয়েছে। পরে তাকেও ওই এলাকা থেকে আটক করে র‌্যাব। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হবে।’