ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ যানজট কমে আসছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর মেরামত কাজ শেষ হয়েছে। বুধবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে মেরামত কাজ শেষে ওই মহাসড়কের বন্ধ থাকা লেনটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। একটি লেন দিয়ে গাড়ি চলাচল করায় ওই মহাসড়কে সৃষ্টি হওয়া দীর্ঘ যানজট ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।

সকাল থেকেই থেমে থেমে যানবাহন চলার কারণে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যানবাহনের যাত্রী ও চালকদের। মেরামত কাজের জন্য গতকাল (মঙ্গলবার) থেকে শুরু হওয়া যানজট ছড়িয়ে পড়ে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার জুড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মেঘনা ঘাট পর্যন্ত এবং ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাইছিয়া ওভারব্রিজ পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। ট্রাকের চালকরা জানান, রাত ৩টা থেকে যানজটে আটকে আছেন তারা। গাড়ির মধ্যে রাতের খাবার, সকালের নাশতা করেছেন। বিশেষ করে কোরবানির গরুর ট্রাক ও অ্যাম্বুলেন্স রোগী নিয়ে দীর্ঘ সময় আটকে থেকে উল্টোপথে চলে যেতে দেখা গেছে।

সকাল থেকেই থেমে থেমে চলছে যানবাহনগাজীপুর থেকে গার্মেন্টস পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেওয়া ট্রাকচালক বিল্লাল হোসেন বলেন, ‘গতকাল সকাল ৮টায় পণ্য বোঝাই করে এসে এশিয়ান সড়কে যানজটে আটকা পড়ি। সারারাত যানজটে আটকে থেকে দুপুরে থেমে থেমে চালিয়ে মদপুর পর্যন্ত এসেছি। রাতের খাবার খেতে পারলেও গাড়ি থামিয়ে সকালের নাশতা, গোসল কিছুই করতে পারিনি। ফলে তীব্র কষ্টে আছি।’

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, ‘লাঙ্গলবন্দ সেতুর (ডেক) মেরামত কাজ শেষে করে দুপুর ২টা থেকে সড়ক খুলে দেওয়া হয়েছে। বর্তমানে দুই লেনেই যানবাহন চলাচল করছে। গত দুই দিন সড়কটি বন্ধ থাকার কারণে যে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল তা আশা করি দুই-এক ঘণ্টার মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে।’