ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২৫ কিলোমিটারে যানজট

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ জুলাই) ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইল অংশের আশেকপুর বাইপাস এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উদযাপন করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এছাড়া কোরবানির পশু উত্তরবঙ্গ থেকে বিক্রির জন্য রাজধানীতে নেওয়া হচ্ছে। এজন্য মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। ফলে মহাসড়কের আশেকপুর বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুপূর্বপাড় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও আবার থেমে থেমে চলছে গাড়ি। চরম দুর্ভোগে পড়েছেন এই মহাসড়কের যাত্রীরা। 

Pic 2 (1)এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, 'মহাসড়কে তিনগুণের বেশি পরিবহন চলাচল করছে। এতে গাড়ির চাপ যেমন বেড়ে গেছে তেমনি সিরাজগঞ্জের অংশে মহাসড়কের বর্ধিতকরণ কাজের কারণে যানজট সৃষ্টি হয়েছে। পরিবহন সহজেই সেতু পার হতে পারছে না। আবার সেতু কর্তৃপক্ষ শুক্রবার রাত ২টা থেকে ৪টার পর্যন্ত টোল আদায় বন্ধ রেখেছিল। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়। বর্তমানে যানবাহন অনেকটা স্বাভাবিকভাবেই চলাচল করছে। তবে সেতু এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত যানজট রয়েছে।'