পাটুরিয়ায় ফেরি পারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক

পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখো মানুষ এবং দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাপ এখনও মাত্রাতিরিক্ত হয়নি। তবে পাঁচ শতাধিক বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে। 

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান জানিয়েছেন, শনিবার (১৭ জুলাই) সকাল থেকে পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী যানবাহনের চাপ খুব একটা বেশি না থাকলেও ট্রাকের চাপ বেশি। পারাপারের অপেক্ষায় থাকা পাঁচ শতাধিক ট্রাকের শ্রমিকরা চরম দুর্ভোগে আছেন পাটুরিয়া ঘাটে।

বাস-ট্রাকের পাশাপাশি ছোট গাড়ি অর্থাৎ প্রাইভেটকার ও মাইক্রোবাসের চাপ সকাল থেকে অনেক বেশি থাকলেও দুপুরের দিকে চাপ কিছুটা কমেছে। এছাড়া পশুবাহী ট্রাকগুলো সহজেই পারাপার হচ্ছে বলে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন।

যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ষোলোটি ফেরি চলাচল করছে। অন্যদিকে, আরিচা-কাজিরহাট নৌরুটে তিনটি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।