যানজট নেই উত্তরের পথে

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। তবে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত গাড়ির চাপ রয়েছে। সোমবার (১৯ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে সড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা যায়।

লকডাউন শিথিল করায় আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। এজন্য ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে অন্যান্য দিনের মতোই ভোর থেকে যানজটের সৃষ্টি হয়। দুপুর থেকে জট ছেড়ে সড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল শুরু করে।

BT-New-Recoveredমহাসড়কের এলেঙ্গায় দাঁয়িত্বরত সার্জেন্ট সবুজ মাহমুদ বলেন, ‘এখন মহাসড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। কোথাও যানজট নেই। তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত সড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় গাড়ির চাপ রয়েছে।’