ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অনেকটাই ফাঁকা দেখা গেছে। সড়কে মাঝে মধ্যে চলছে পণ্যবাহী যান, মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেটকার আর কিছু ব্যক্তিগত যানবাহন। তবে সড়কে ছিল না কোনও গণপরিবহন। রবিবার (২৫ জুলাই) দুপুরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশ্নের উত্তর সন্তোষজনক না হলে অপ্রয়োজনে বের হওয়া ব্যক্তিদের জরিমানার আওতায় আনা হচ্ছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কবঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মহাসড়ক ফাঁকা। এ সড়কে পণ্যপরিবহনে নিয়োজিত আর কিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করছে।’ সড়কে দূরপাল্লার কোনও বাস নেই বলে জানান তিনি।