হেফাজতের হরতালে সহিংসতা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা ও সহিংসতা চালানোর ঘটনায় করা মামলার আসামি আবজাল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব-১১। 

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার নিমাইকাশারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আবজাল ওই এলাকার লাল মিয়ার ছেলে। বিকালে র‍্যাব-১১ এর উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড়, শিমরাইল এবং চিটাগাং রোড এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাঙচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেওয়া হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ছয়টি মামলা করে। গ্রেফতারকৃত আবজাল হোসেন এর মধ্যে এক মামলার অন্যতম এজাহারনামীয় আসামি।