লকডাউনেও মহাসড়কে চলছে দূরপাল্লার বাস

লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দেদারসে চলছে দূরপাল্লার বাস। শনিবার (৩১ জুলাই) দুপুর থেকে এ সড়ক দিয়ে বাস চলাচল করতে দেখা গেছে। 

জানা গেছে, রবিবার (১ আগস্ট) খুলছে পোশাক কারখানা। কারখানা খোলার ঘোষণায় হাজার হাজার শ্রমিক শনিবার ভোর থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন।

bus3

কঠোর লকডাউনেও মহাসড়ক দিয়ে কর্মস্থলে ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনে ফিরছেন তারা। এরপর দুপুর থেকে এ সড়কে দূরপাল্লার বাসও দেদারসে চলাচল করছে। এসব যানবাহনে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গাদাগাদি করে ঢাকা ফিরছেন যাত্রীরা। এতে করে করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

bus1

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সড়কে মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। তবে বাস চলছে না। দুই-একটি বাস সড়কে দেখা গেলেও ফিরিয়ে দেওয়া হচ্ছে।’