ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বেড়েছে

লকডাউন শিথিলের প্রথম দিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বেড়েছে। তবে কোথাও কোনও জট নেই। যান চলাচলও স্বাভাবিক। বুধবার (১১ আগস্ট) দুপুরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিন দেখা যায়, মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলছে। স্বাভাবিক সময়ের মতোই যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।

যানবাহন চলাচল স্বাভাবিক

এদিকে জেলা শহরের আন্তঃজেলা বাস টার্মিনাল থেকেও ঢাকাসহ দূরপাল্লার সব সড়কে বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে স্বাভাবিক দিনের চেয়ে গণপরিবহনে যাত্রী কম দেখা গেছে।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, সড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। এ কারণে মানুষ স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন। স্বাস্থ্যবিধি শিথিল করায় ক্রমেই স্বাভাবিক সময়ের মতো সড়কে যানবাহন বৃদ্ধি পাচ্ছে।