সরকার চাইলে স্কুল খুলে দিতে পারে: মাউশি মহাপরিচালক

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেছেন, সরকার চাইলে স্কুল খুলে দিতে পারে। আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকের এসব কথা বলেন তিনি।

ড. গোলাম ফারুক বলেন, শিক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল এবং যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে, সেগুলো তারা নকল করেনি, জ্ঞানের মাধ্যমে করেছে। অ্যাসাইনমেন্টগুলো ভালো করে দেখতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি বিদ্যালয় ক্লাস শুরু করার আগে যা যা করণীয় সে বিষয়গুলো মাথায় রেখে কাজ করার জন্য আগেই জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছিল। কাজেই আমরা আশা করি, বিদ্যালয় খুলে দিলে আমাদের কোনও সমস্যা হবে না।

বিদ্যালয় পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মনোয়ার হোসেন, ঢাকা অঞ্চলের উপ-পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস ও মানিকগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা জাহান।