‘পদ্মা সেতু এলাকায় সোনারগাঁ হোটেলকে সম্প্রসারণ করার পরিকল্পনা আছে’

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, ‘আমাদের পরিকল্পনা আছে পদ্মা সেতুকে ঘিরে মাওয়া এলাকায় সোনারগাঁ হোটেলকে সম্প্রসারণ করার। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাতঘড়িয়ার ডাচ ডেইরি ফার্ম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় সাতঘড়িয়ার ডেইরি খামার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। মাথা উঁচু করে দাঁড়ানোর সেই প্রক্রিয়ার একটি অংশ এই অত্যাধুনিক খামার। সরকারের লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতি চাঙ্গা করা। আমি গণমাধ্যমে দেখেছি, জার্মানি ও হল্যান্ডের মতো এটি একটি উন্নত মানের খামার।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমরা যদি মাংস ও সবজি রফতানি করতে পারি, তবে বিদেশি মুদ্রা আয়ের ব্যাপারে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমরা অনেক ভালো করতে পারবো। এ খামার দেখে অনেকেই এ ধরনের খামার করতে উৎসাহিত হবেন। এতে দেশের মানুষের কর্মসংস্থান হবে, অর্থনীতিও সমৃদ্ধ হবে।

‘আমাদের পদ্মা সেতু এলাকা একটি উজ্জ্বল সম্ভাবনার এলাকা। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐকান্তিক উদ্যোগে পদ্মা সেতু দৃশ্যমান। আগামী কয়েক মাসের মধ্যে পদ্মা সেতু চালু হবে। সুতরাং এ এলাকায় এ ধরনের একটি খামারে যেকোনও দেশি-বিদেশি পর্যটকরা পরিদর্শনে আসবেন। পর্যটন শিল্পে বহুমাত্রিকতা আনবে এ খামার।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন– কিশোরগঞ্জের এমপি নূর মোহাম্মদ, মুন্সীগঞ্জের এডিসি জেনারেল আব্দুল কাদের মিয়া, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, ডাচ ডেইরি ফার্মের এমডি মো. জিল্লুর রহমান মৃধা রিপন প্রমুখ।