৪৫ মিনিটে দুই ডোজ টিকা নিলেন নারী

মানিকগঞ্জের হরিরামপুরে রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীকে পৌনে এক ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের টিকাদান কেন্দ্রে দুই ডোজ টিকা পান ওই নারী। একদিনেই দুই ডোজ টিকা পাওয়া রোকেয়া বেগম উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মালুচী গ্রামের সাদেক মোল্লার স্ত্রী।

কাঞ্চনপুর ইউনিয়ন স্বাস্থ্য সহকারী গাজী আল-মামুন বলেন, ‘যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে বুঝতে হবে- মানুষের মাঝে সচেতনতার অভাব আছে। কারণ একজন স্বাস্থ্যকর্মী কাউকে ইচ্ছে করে দুই ডোজ টিকা  কেন দেবেন?’

জেলা সিভিল সার্জন মো. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ‘টিকা নিতে সকালে স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের টিকাকেন্দ্রে যান ওই নারী। বেলা সাড়ে ১২টার দিকে একবার প্রথম ডোজ নেন। এরপর পৌনে এক ঘণ্টা পর দ্বিতীয়বার টিকা নেন। খবর পেয়ে ওই নারীকে পর্যবেক্ষণে এবং মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসার কথা বলা হয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে।’

তিনি জানান, ক্ষতির সম্ভাবনা নেই। সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ওই নারী সবার মুখে দুই ডোজের কথা শুনে দুই হাতে দুই ডোজ টিকা নিয়েছেন।