শৌচাগারের ট্যাংক থেকে ৩ সন্তানের জননীর লাশ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শৌচাগারের ট্যাংক থেকে নিলুফা ইয়াসমিন (৪০) নামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আধারকোঠা গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিলুফা ইয়াসমিন উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের ওহাব মোল্যার মেয়ে। তার স্বামী আবুল খায়ের গত বছর মারা গেছেন।

স্থানীয় রাসেল মিয়া জানান, নিলুফা ইয়াসমিনের মেয়ে বড় মেয়ের পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার ফলিয়ায় বিয়ে হয়েছে। দুই ছেলে জাহাজে কাজ করে। আধারকোঠার ওই বাড়িতে তিনি একাই থাকতেন। গতকাল সকালে স্থানীয় একটি ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরে আসেন নিলুফা। দুপুরের পর ছেলে, মেয়ে ও মা ফোনে না পাওয়ায় সন্ধ্যার পর নিলুফার মা তার বাড়িতে আসেন।

অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে টয়লেটের ট্যাংকের মধ্যে তার গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়। পরে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে লাশ উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শুক্রবার (৮ অক্টোবর) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে পুলিশ কাজ করছে।