পদ্মায় বজ্রাঘাতে ৩ জেলের মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপ‌জেলায় পদ্মা নদীতে মাছ ধরার সময় বজ্রাঘাতে তিন জে‌লের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক জে‌লে। রবিবার (১০ অক্টোবর) ভোর ৪টায় উপ‌জেলার স‌খিপুর থানার পদ্মা নদীর আনন্দ বাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবনিয়ার টুকু বেপারীকান্দির কাশেম পাঠানের ছেলে মহি উদ্দিন (২৪), ইউনিয়ন দেওয়ান কান্দির এলাকার হাকিম দেওয়ানের ছেলে আল আমিন (৩২) ও চাঁদপুরের হাইমচর ইউনিয়নের চর ভৈরবের নয়ন আহমেদ (২৭)। আহত সাগর প্রদানীয়া (২৫) উপ‌জেলার উত্তর তারাবনিয়া ইউনিয়ের দেওয়ান কান্দির এলাকার আলী আহমেদ প্রদানীয়র ছেলে। তা‌কে ঢাকা মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

স্থানীয়রা জানায়, ভোরে পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়ার পর বজ্রাঘাতের কবলে পড়ে এক‌টি নৌকা। এতে নৌকার থাকা জে‌লে‌দের ম‌ধ্যে তিন জনের মৃত্যু হয়। আশেপাশের জেলে‌রা এগিয়ে এ‌সে চার জনকে উদ্ধার ক‌রেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোসলেম উদ্দিন বলেন, নদীতে বজ্রাঘাতে নৌকায় থাকা চার জনের মধ্যে তিন জন ঘটনাস্থ‌লেই মারা যান।

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন প‌রিষ‌দের (স‌চিব) সিপন মে‌হেদী ব‌লেন, মৃত তিন জ‌নের মধ্যে দুই জনের দাফন সম্পন্ন হ‌য়ে‌ছে। এক‌জ‌নের লাশ চাঁদপু‌রে নেওয়া হ‌য়ে‌ছে। আহত সাগর‌ ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন।

সখিপুর থানার ওসি (তদন্ত) মো. ওবাইদুল হক বলেন, মৃতদের পারিবারিকভাবে দাফন করা হয়েছে।