৩ বছরের সাজা থেকে বাঁচতে ১৭ বছর আত্মগোপনে

১৭ বছর আত্মগোপনে থেকেও শেষরক্ষা হলো না। অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন মো. শফিকুল ইসলাম (৬৬)। বুধবার (১৩ অক্টোবর) শফিকুল ইসলামকে ফরিদপুরের আমলি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, প্রতারণার মামলায় শফিকুল ইসলামকে তিন বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। ১৭ বছর আগে রায় ঘোষণার পর শফিকুল আত্মগোপনে চলে যান। এরপর তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। কিন্তু তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে রাজবাড়ীর কালুখালীর বড় পাতুরিয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, শফিকুল এতদিন তার শ্বশুরবাড়ি পাতুরিয়া গ্রামে আত্মগোপনে ছিলেন। মধুখালীর ডুমাইন গ্রামের মৃত শেখ মোকাদ্দেস হোসেনের ছেলে শফিকুল। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।