ফতুল্লায় বাসাবাড়িতে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ আরেক নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার লালখার মোড়ের একটি ভবনের নিচ তলায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় ঝুমা রানি (১৯) নামে দগ্ধ আরেক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিন নারীর মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মো. রাকিবুজ্জামান।

এর আগে শুক্রবার (১২ নভেম্বর) ফতুল্লার লালখা এলাকায় মোক্তার হোসেনের পাঁচতলা বাড়ির নিচতলার ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিনই মায়া রানি (৪০) ও মঙ্গলী রানি বিশ্বাস (৩৬) নামের দুই নারী মারা যান। 
বিস্ফোরণে ফ্ল্যাটের চারপাশের এবং রুমের ভেতরের দেয়াল ধসে পড়ে। ঘরের আসবাবপত্র লন্ডভন্ড হয়ে যায়। ঘরগুলোতে আগুন ধরে যায়। এছাড়াও পাশের একটি টিনশেড বাড়ি ও দুটি দোকানের দেয়ালও ধসে পড়ে। এ ঘটনায় মোট আট জন দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।