নিখোঁজ কাউন্সিলর প্রার্থীকে নির্বাচনের পরদিন উদ্ধার

নির্বাচনের তিন দিন আগে নিখোঁজ হওয়া কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরদিন উদ্ধার করেছে পুলিশ। তিনি গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী (ডালিম প্রতীক) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। 

সোমবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় কালিয়াকৈরের মৌচাক ফাঁড়ি পুলিশ জয়দেবপুর থানার জুগিতলা থেকে তাকে উদ্ধার করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ২৫ নভেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন মেহেদী। পরে কর্মী-সমর্থকরা তার মোবাইল ফোন বন্ধ পান। তারা সকাল সাড়ে ১০টায় মেহেদীর বাড়িতে গেলে পরিবারের সদস্যরা জানান, নামাজ পড়তে গিয়ে তিনি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় নিখোঁজ ঘোষণা দিয়ে মাইকিং করে। ওইদিন বিকালে কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানের বাবা নিখোঁজের ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।     

তিনি আরও জানান, কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান নিখোঁজ হননি, আত্মগোপনে ছিলেন। উদ্ধারের পর তাকে পুলিশ হেফাজতে কালিয়াকৈর থানায় রাখা হয়েছে। তিনি সুস্থ আছেন।

রবিবার (২৮ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেহেদী হাসান পরাজিত হন।