পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৮ ঘণ্টা পর চললো ফেরি

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। তবে কুয়াশা কমলে বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির আরিচা এরিয়া অফিসের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশায় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে রো-রো ফেরি ‘ভাষা শহীদ বরকত’, ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’, ‘এনায়েতপুরী’ ও ইউটিলিটি ফেরি ‘রজনীগন্ধা’। এ ছাড়া কুয়াশার তীব্রতায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে ১২টি ফেরি নোঙর করে ছিল।

দুই পাড়ে আটকা পড়েছে এক হাজারের বেশি যানবাহন

তিনি জানান, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে ছয় শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকে রয়েছে। দীর্ঘ সময় আটকা পড়ে শীতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

অপরদিকে বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. সালাম জানান, কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা থাকা ফেরিগুলো কুয়াশা নিয়ন্ত্রণে আসার পর গন্তব্যে পৌঁছেছে। পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় প্রান্তে নৈশকোচ, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ এক হাজারেরও বেশি যানবাহন আটকা পড়েছে।