৩ ঘণ্টার চেষ্টায় কোনাবাড়ীর ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ মিয়া জানান, এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে ওই ঝুট গুদামে মুহূর্তেই পাশের আরও ৮-৯টি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি, সাভার ইপিজেড স্টেশনের একটি ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসসহ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছে। আগুনে ৮-৯টি ঝুটের গুদাম মালামালসহ পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।