ভোটকেন্দ্র পর্যবেক্ষণে গিয়ে হতাশ মাহবুব তালুকদার

ভোটকেন্দ্রে অনিয়ম ও ভোটারদের অনুপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়া ইউনিয়নের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ ও আশুলিয়া প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই হতাশার কথা বলেন।

মাহবুব তালুকদার বলেছেন, ‘কোথাও কোনও লোকজন নেই। প্রিসাইডিং কর্মকর্তার সামনে সিল মারছে। সাক্ষী আছেন, সাংবাদিকরা দেখেছেন। অথচ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ, র‍্যাব আছে, কেউ কিছু বলেনি। কী নির্বাচন করছি?’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। উনিই এখানে কমিশন। উনি যেটা ভালো বোঝেন, সেভাবে ব্যবস্থা নেবেন।’

এদিকে, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ৪৮ জেলার ৯৫ উপজেলার ৭০৮ ইউনিয়নে ভোট হয়েছে। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।