নারায়ণগঞ্জে টিকার খালি বাক্সের স্তূপে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের নলুয়াপাড়ায় করোনার টিকার খালি বাক্সের স্তূপে আগুন লেগেছে। বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ফায়ার সার্ভিস জানিয়েছিল, নলুয়াপাড়ায় ককশিটের গোডাউনে আগুন লেগেছে। পরে জানায়, ওইগুলো করোনার টিকার খালি বাক্স। সেগুলো নলুয়াপাড়ায় একটি ফাঁকা মাঠে টিনের শেডে রাখা ছিল।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

তিনি আরও জানান, টিকার পরিত্যক্ত কার্টনগুলো প্রতিটি ফয়েল পেপার দিয়ে মোড়ানো ছিল। যে কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে বলা যাবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল জানান, বিদেশ থেকে যেসব কার্টনে করোনার টিকা আনা হয়েছে, সেগুলো নলুয়াপাড়ায় খালি জায়গায় স্তূপ করে রাখা হয়েছিল। এসব কার্টনে হঠাৎ আগুন ধরে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।