তীব্র শীতে প্রেমিকের বাড়ির উঠানে ২ দিন ধরে অনশনে তরুণী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশন করছেন প্রেমিকা। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই উপজেলার একই গ্রামের দুই তরুণ-তরুণীর মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তরুণীর পরিবার বিয়ের কথা বললে তরুণের পরিবার মোটা অঙ্কের টাকা যৌতুক হিসেবে দাবি করে। মেয়ের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। কোনও উপায় না দেখে বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা থেকে প্রেমিকের বাড়ির উঠানে বিয়ের দাবিতে অনশনে বসেছেন প্রেমিকা।

স্থানীয় বাসিন্দা আসলাম জানান, ওই তরুণী তার প্রেমিকের বাড়ির উঠানে একা বসে আছেন। আর প্রেমিকের ঘর তালাবদ্ধ। বাড়িতে কেউ ছিল না। তবে বুধবার রাতে অনশনরত তরুণীকে ওই বাড়ির লোকেরা ঘরে আশ্রয় দিয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত তীব্র শীত আর কুয়াশার মধ্যে উঠানে বসে ছিলেন তিনি।

এ বিষয়ে ময়না ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রাশেদ শেখ বলেন, ‘বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে শুনেছি। তবে আমি এলাকার বাইরে আছি। এ কারণে সরেজমিন যেতে পারিনি।’

ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, ‘ওই এলাকার একজন চৌকিদারের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। চৌকিদার আমাকে করে জানিয়েছে, একটি মেয়ে দুদিন ধরে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে।’

এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘মেয়েটির অনশনের কথা শুনে বিষয়টি জানার জন্য উভয় পক্ষকে থানায় আসতে খবর পাঠানো হয়েছে।’