ফেরি স্বল্পতায় দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি স্বল্পতার কারণে যানবাহনের চাপ বেড়েছে। এতে দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক। ফেরির নাগাল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অপচনশীল পণ্যবাহী ট্রাক, কভার্ডভ্যানগুলোর অপেক্ষা করতে হচ্ছে ২০-২৫ ঘণ্টা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ট পরিষদ পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার যানবাহনের সারি। এদিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর পর্যন্ত ফেরি পারের অপেক্ষায় রয়েছে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। ফেরিঘাটের যানবাহনের যানজট নিরাসনে পরিস্থিতি মোকাবিলায় এই মহাসড়কে গাড়িগুলোকে আটকে দিচ্ছে পুলিশ।

দৌলতদিয়া ঘাটে আটকে পড়া ট্রাকচালক ইব্রাহিম শেখ বলেন, গত ২-৩ আগে যানজট কম ছিল। আবারও ভোগান্তি শুরু হয়েছে। রাত ৩টায় এসে সিরিয়ালে আটকা পড়েছি। এখান থেকে ফেরিতে যেতে কত সময় লাগবে বলতে পারছি না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, দৌলতদিয়া ঘাট প্রান্তে হঠাৎ করে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ভোগান্তির সৃষ্টি হয়েছে। রাতে দুইটা ফেরিতে সমস্যা হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। তবে ঘাটে যাত্রীবাহী বাস না থাকায় পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। দুপুরের মধ্যই যানবাহনের চাপ কমে যাবে।