জন্মের সময় নবজাতকের হাত ভেঙে ফেলার অভিযোগে হাসপাতাল বন্ধ

ফরিদপুরে এবার প্রসবের সময় নবজাতকের হাত ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা শহরের আরামবাগ নামে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে।
 
বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার ওই হাসপাতালে অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।

বুধবার সকালে শহরের পশ্চিম খাবাসপুরের আরিফুল ইসলাম সজল নামে এক ব্যক্তি অভিযোগ করেন, গত ১৩ জানুয়ারি আরামবাগ হাসপাতালে তার স্ত্রী মুক্তার সিজার অপারেশন হয়। ডেলিভারির সময় তার সন্তানের একটি হাত ভেঙে যায়। হাসপাতালে অনিয়ম ও চিকিৎসক অবহেলা করেছেন বলে অভিযোগ করেন তিনি।

সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। অনিয়মের অভিযোগ ওঠা চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। 

এদিকে, গত শনিবার সকালে শহরের পশ্চিম খাবাসপুরে আল মদিনা প্রাইভেট হাসপাতালে এক নারীর সন্তান প্রসবের সময় নবজাতকের কপাল কেটে ফেলার ঘটনা ঘটে। এরপর ওই হাসপাতালটিও বন্ধ করে দেওয়া হয়।