গভীর রাতে খুঁজে খুঁজে হতদরিদ্রদের শীতবস্ত্র দিচ্ছে পুলিশ

ফরিদপুরের বিভিন্ন উপজেলায় গত কয়েকদিন ধরে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা পুলিশের সদস্যরা। তারা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খুঁজে খুঁজে দরিদ্র শীতার্তদের হাতে তুলে দিচ্ছেন শীতবস্ত্র। পুলিশের কাজকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

এরই অংশ হিসেবে বুধবার (১৯ জানুয়ারি) রাতে শহরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. জামাল পাশা।

তিনি বলেন, ‘জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা অসহায় মানুষদের খুঁজে বের করে শীতবস্ত্র বিতরণ করছি। ইতোমধ্যে জেলার সাতটি থানার প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র দেওয়া হয়েছে। বাকি থানাগুলোতেও বিতরণ করা হবে।’

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে আমরা জেলা শহরসহ ৯টি থানার শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা এ পর্যন্ত প্রায় দেড় হাজার কম্বল বিতরণ করেছি।’

এই মানবিক কর্মকাণ্ডের বিষয়ে ফরিদপুর নাগরিক মঞ্চের কর্মকর্তা ও প্রেস ক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘পুলিশকে আমরা মানবিক হিসেবে দেখতে চাই। পুলিশ মানুষের পাশে থাকবে এটাই চাই। ধন্যবাদ জানাই, সেই পুলিশ সদস্যদের, যারা রাত জেগে শীতবস্ত্র বিতরণ করছেন।’