সিদ্ধিরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আবু সুফিয়ান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার  (২২ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর গুলিস্তান থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে এ তথ্য জানায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ৷

গ্রেফতারকৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা এলাকার শাহজাহান মালদের ছেলে মো. সবুজ (২১), পটুয়াখালীর কলাপাড়ার রহমতপুর এলাকার মো. কামালের ছেলে মো. শাকিল (২৬) এবং শরীয়তপুরের সখীপুরের চরপাড়া এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৫)৷

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) নাজমুল হাসান বলেন, শনিবার রাতে গুলিস্তান সিটি প্লাজা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিন জনের সাত দিন করে রিমান্ড চেয়ে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় পেট্রল পাম্পের সামনে আবু সুফিয়ানকে পিটিয়ে হত্যা করে বনভোজনগামী একটি বাসের চালক ও হেলপারসহ যাত্রীরা।

ঘটনার পরদিন ২০ জানুয়ারি সুফিয়ানের চাচা জজ মিয়া বাদী হয়ে বাসের চালক, হেলপার ও যাত্রীসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। আবু সুফিয়ান সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে।