বাংলাদেশে নেদারল্যান্ডসের জাতীয় ফুলের বাহার, মুগ্ধ ডেপুটি হেড অব মিশন 

গাজীপুরের শ্রীপুরে টিউলিপ ফুলের বাগান পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন পাওলা রোস সিনডেলার। এ সময় বাংলাদেশের মাটিতে নেদারল্যান্ডসের জাতীয় ফুলের বাহার দেখে মুগ্ধ হয়েছেন তিনি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামে টিউলিপ ফুলের বাগান পরিদর্শনে যান তিনি। বাগান মালিক দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন বাংলাদেশের টিউলিপ বিশ্ব বাজারে পৌঁছে দিতে নানা ধরনের পরিকল্পনা শোনেন। বাংলাদেশের আবহাওয়ায় টিউলিপ চাষ বাড়াতে নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

টিউলিপের বাগান পরিদর্শন শেষে পাওলা রোস সিনডেলার জানান, তিনি এ দেশে ফুলটি দেখে মুগ্ধ। মোবাইলে ফুলের ছবি তুলেছেন। এই টিউলিপের বাগানে এসে তার মনে হয়েছে নেদারল্যান্ডসের কোনও এলাকা।