দৌলতদিয়ায় পারের অপেক্ষায় কয়েকশ’ যানবাহন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। পদ্মা নদী পারের অপেক্ষায় রয়েছে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস। দীর্ঘক্ষণ আটকে থাকায় যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েছেন। ঘাট ও ফেরি সংকটের কারণে যানজট সৃষ্টি হয়েছে বলে দাবি চালকদের।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসগুলোকে আটকে থাকতে দেখা যায়। দূরপাল্লার বাসগুলো কিছু সময় অপেক্ষা করে ফেরিতে উঠতে পারলেও, অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলো সহজে উঠতে পারছে না।

বেলা ১১টা থেকে দুপুর ২টা সরেজমিন দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত চার কিলোমিটার এলাকায় প্রায় পাঁচ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি। এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।

পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি

কুষ্টিয়া থেকে ট্রাক নিয়ে আসা শাহ ফরিদ বলেন, ‘সকাল থেকে দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছি। আশপাশে হোটেল না থাকায় দোকান থেকে চা-বিস্কুট খেয়ে আছি। পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ফেরি পেতে এখনও ঘণ্টা দুয়েক সময় লাগবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। তার মধ্যে রো রো ১১টি, ইউটিলিটি ৬টি ও কেটাইপ একটি। 

তিনি আরও বলেন, বাংলাবাজার-শিমুলিয়ার অতিরিক্ত গাড়ির হওয়ার কারণে দৌলতদিয়া প্রান্তে কিছু পণ্যবাহী ট্রাকের সারি তৈরি হয়েছে। তবে সকালে গাড়ির চাপ কম থাকে।বিকাল হলে গাড়ির চাপ বেড়ে যায়। এছাড়া শুক্রবারে ছোট গাড়ির চাপ বেশি থাকে। পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।