শহীদ মিনারে জুতা পায়ে শিক্ষকরা

শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির ওপর জুতা ও স্যান্ডেল পায়ে দাঁড়িয়ে আন্দোলন করার অভিযোগ উঠেছে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের বিরুদ্ধে। বেসরকারি মাধ্যমিক শিক্ষক জাতীয় করণের দাবি আদায়ে তারা এ আন্দোলন করছেন। বুধবার (২৩ মার্চ) সকাল ১০টায় আন্দোলনে অংশ নেন শিক্ষকরা। তবে এ সময় শিক্ষকদের জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে ওঠার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।  

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আন্দোলনরত কয়েকজন শিক্ষক দাঁড়িয়ে খোশগল্প ও বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করছেন। এ সময় শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের পায়ে জুতা ছিল।

শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি আনোয়ার কামাল বলেন, যারা শহীদ বেদিতে জুতা পায়ে উঠছে, তারা কাজটি ঠিক করেননি। এটা খুবই দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এমারাত হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, যাদের কারণে আমরা বাংলা ভাষা পেয়েছি, তাদের যদি সম্মান দিতে না পারি তাহলে জাতি আমাদের থেকে কি শিখবে। আমি খবর নিচ্ছি, শহীদ মিনারে যারা জুতা পায়ে উঠেছে তারা অন্যায় করেছেন।