ইউপি কার্যালয়ে রাতেও ওড়ে জাতীয় পতাকা

মাদারীপুরে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে রাতেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ওই ইউপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। তবে এ ঘটনায় ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার ভুল স্বীকার করে দোষ চাপিয়ে দিয়েছেন গ্রামপুলিশদের ওপর।

এদিকে, ইউপি চেয়ারম্যানের অবহেলায় রাতেও জাতীয় পতাকা না নামানোয় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় লোকজন ও মুক্তিযোদ্ধারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় নাগরিক জানান, ইউপি কার্যালয়ে জাতীয় পতাকা উড়তে দেখে তাদের খারাপ লেগেছে। জাতীয় পতাকার সম্মান অক্ষুণ্ন রাখতে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানান তারা।

এ বিষয়ে চেয়ারম্যান দুলাল বলেন, ‘আমার জরুরি কাজ থাকায় বিকালে আমি পরিষদে যাইনি। তবে পতাকা নামানোর কথা ছিল একজন গ্রামপুলিশের। কিন্তু ভুলবশত পতাকা নামাতে তার খেয়াল ছিল না। তার ভুলের কারণে পতাকাটি না নামিয়ে রাখায় আমি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর এমন ভুল হবে না।’

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এসকান্দার শরিফ বলেন, ‘রাতে পতাকা উড়ছে এটা মেনে নেওয়া যায় না।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উড়ানোর নিয়ম রয়েছে। রাতে আমাদের জাতীয় পতাকা উড়ানোর বিষয়টি অবমাননার শামিল। জাতীয় পতাকার সম্মান অক্ষুণ্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ওই ইউপি কার্যালয়ে রাতের আঁধারে জাতীয় পতাকা উত্তোলন করে রাখার বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’