টয়লেট থেকে ৭ বস্তা সরকারি চাল উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর টয়লেট থেকে ওএমএসের (ওপেন মার্কেট সেল) সাত বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মাটিকাটা এলাকার পৌরসভার নির্ধারিত উপজেলায় পরিত্যক্ত পাবলিক টয়লেট থেকে এগুলো উদ্ধার করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, দরিদ্রদের জন্য বরাদ্দ চাল কে বা কারা পৌরসভার ওই পাবলিক টয়লেটে রেখে দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের একাধিক কর্মকর্তাকে নিয়ে তিনি চাল উদ্ধারে অভিযান চালান। এরপর টয়লেট থেকে সাত বস্তা চাল বস্তা উদ্ধার করেন। 

এ সময় উপজেলা খাদ্য উন্নয়ন কর্মকর্তা এমদাদ হোসেন এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত চালের বস্তাগুলো উপজেলা খাদ্য উন্নয়ন কর্মকর্তা এমদাদ হোসেনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনায় জড়িত মাহফুজুর রহমানের ডিলারশিপ বাতিল, জামানত বাজেয়াপ্ত এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়ার কথা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকতা।