বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৪ হাজার যানবাহন পারাপার 



ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।  গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৩ হাজার ৭৩৪টি টি যানবাহন পারাপার হয়েছে। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এ তথ্য নিশ্চিত করেছেন।

সেতু টোল প্লাজা সূত্রে জানা যায়, স্বাভাবিক অবস্থায় এ সেতু দিয়ে প্রতিদিন ১২ থেকে ১৩ হাজার যানবাহন পারাপার হয়। কিন্তু শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত গেলো ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে দুই কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। যানজট নিরসনে সেতুর টোলপ্লাজার উভয়পাশে ১৮টি পয়েন্টে টোল আদায়ের কাজ চলছে। 

মহাসড়কের বিষয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, গাড়ির চাপ বাড়ছে। তবে কোথাও যানবাহন চলাচল থেমে নেই। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সড়কে তৎপর রয়েছে।