জালিয়াতি মামলায় না.গঞ্জ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক গ্রেফতার

স্বাক্ষর জাল করে দলিল জালিয়াতির মামলায় নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ মে) দুপুরে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলার বাদী মো. আজিজুর রহমান মিঠু বলেন, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরী আমাদের পারিবারিক দলিল লেখক। এ সুযোগকে কাজে লাগিয়ে তিনি স্বাক্ষর জাল করে দলিল সৃজন করেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের শহীদনগর এলাকায় আমার সাড়ে ১৪ একর জমির দলিল জাল করে এবং বিক্রির নামে প্রতারণা করে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে উল্টো আমাকে প্রাণনাশের হুমকি দেন।
 
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ৮ মে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের করি। পরে আদালতের বিচারক জাল দলিল সৃজনের অভিযোগটি গুরুতর উল্লেখ করে তদন্তের জন্য সদর মডেল থানার ওসিকে মামলা রেকর্ড করতে নির্দেশ দেন। এ ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে সদর মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়। পরে বুধবার গিয়াস উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়।’ 

সদর মডেল থানার ওসি মো. শাহজামান বলেন, জাল ও জালিয়াতির মামলায় গিয়াস উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে করা মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে তদন্তের কারণে গ্রেফতারের স্থান বলা হচ্ছে না।