জাল জন্মসনদে বিয়ে দেওয়ার চেষ্টা, এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ

ফরিদপুরের ভাঙ্গায় জাল জন্মসনদ বানিয়ে এক কিশোরীকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামে এ ঘটনা ঘটে।    

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার (১৩ মে) দুপুরে অপ্রাপ্তবয়স্ক মেয়ের জাল জন্মসনদ বানিয়ে প্রাপ্তবয়স্ক দেখিয়ে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মেয়েটির অভিভাবকরা। এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাই এবং বিয়ে বন্ধ করে মেয়েটির বাবার কাছ থেকে মুচলেকা নেই।

বিষয়টি নিয়ে নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুর রহমান জানান, অফিসের সিল ও তার স্বাক্ষর জাল করে ভুয়া জন্মসনদ বানিয়েছেন ওই অভিভাবক।