দোকানের শাটার ফেলে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রীকে যৌন নির্যাতন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে দোকানের শাটার লাগিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাভারের নিউ মার্কেটের মেস্ট্রো নামের এক দোকানের দুই কর্মচারীকে গ্রেফতার করে রবিবার (২২ মে) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২১ মে) রাতে নিউ মার্কেটের তৃতীয় তলার ওই দোকানে এ ঘটনা ঘটে। গ্রেফতার দুই জন হলেন-িশাহীন (২৭) ও সাইফুল ইসলাম (২৪) ।

ভুক্তভোগী দুই ছাত্রী জানান, গত ২০ মে  রাত সাড়ে ৮টার দিকে কেনাকাটার জন্য নিউ মার্কেটে মেস্ট্রো নামের একটি দোকানে প্রবেশ করেন। এ সময় দোকান কর্মচারী শাহীন ও সাইফুল ভেতরে ছিলেন। দুই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন তারা। এক পর্যায়ে দুই কর্মচারী দোকানের শাটার নামিয়ে ছাত্রীদের যৌন নির্যাতনের চেষ্টা চালায়। পরে ভুক্তভোগীদের চিৎকারে অন্য দোকানিরা এসে তাদের উদ্ধার করেন। 

ছাত্রীরা অভিযোগ করেন, যৌন নির্যাতনের উদ্দেশ্যে তাদের দুই জনকে দোকানের ভেতরে রেখে শাটার লাগিয়ে দেন দুই কর্মচারী। এ ঘটনায় শপিংমল কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। 

সাভার মডেল থানার ওসি মঈনুল ইসলাম জানান, জাবির দুই শিক্ষার্থীকে দোকানের ভেতরে ঢুকিয়ে শাটার বন্ধ এবং যৌন নির্যাতনের চেষ্টা চালানো হয়। এ ঘটনায় অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুপুরে আদলতে পাঠানো হয়।
  
এ বিষয়ে জানতে সাভার নিউ মার্কেটের মহাব্যবস্থাপক (জিএম) মামুনের মোবাইলফোনে একাধিকবার কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি।