সাভারে অনুমোদনহীন ২ হাসপাতাল সিলগালা

সাভারে অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

স্বাস্থ্য অধিদফতর ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনার পর বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে দুই হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়।

হাসপাতালগুলো হলো—সাভারের পৌর এলাকার মুক্তির মোড়ে মহল্লার নিউ মুক্তি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ওয়াপদা রোড এলাকায় অবস্থিত সাভার জেনারেল হাসপাতাল।

এ সময় সাভারের হেমায়েতপুর এলাকায় উদ্বোধনের অপেক্ষায় থাকা জ্যোতি চক্ষু হাসপাতালকে কাগজপত্র তৈরি পর হাসপাতাল চালুর নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে অ্যাস্প্রে ফিজিও থেরাপি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামক অপর একটি হাসপাতালের কার্যক্রম সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, ‌‘হাসপাতাল দুটির কোনও বৈধ কাগজপত্র ছিল না। এছাড়া হাসপাতালের অপারেশন থিয়েটার যেভাবে পরিচালনা করার কথা, ১০ শয্যার হাসপাতাল স্থাপন করতে যতটুকু জায়গা থাকার কথা কিংবা যেভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কথা, হাসপাতালগুলোতে তার কিছুই পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা সেখানে গিয়ে দেখেছি, অপারেশন থিয়েটারগুলোর জানালা-দরজা উন্মুক্ত অবস্থায় রয়েছে, যা থেকে রোগীর ইনফেকশন হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া হাসপাতালগুলোতে রোগীদের সেবা দেওয়ার জন্য ন্যূতম যেই সংখ্যক চিকিৎসক, নার্স কিংবা যেই জনবল থাকার কথা, তার কিছুই আমরা পাইনি। সে কারণে হাসপাতালগুলো সিলগালা করে দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী এই অভিযান অব্যাহত থাকবে।’