নারায়ণগঞ্জে ৭৯৪টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এলাকায় ৭৯৪টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে ওই এলাকার রূপায়ন টাউনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইশমামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পুলিশ ও র‌্যাব অভিযানে সহায়তা করে।

নারায়ণগঞ্জ তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সাইদুল হাসান জানান, রূপায়ন টাউনে ৫৪২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়াও ২৫২টি বৈধ গ্যাস সংযোগের ৫৫ লাখ টাকা বকেয়া রয়েছে। তাই সেগুলোর সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি আরও জানায়, গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পরে ৪২টি রাইজার জব্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।