গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ৫

গাজীপুরের কালিয়াকৈরে নুর গ্রুপের পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ শ্রমিক আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এর আগে দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় নুর গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আরও পড়ুন: গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

কালিয়াকৈর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিক অবস্থায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সেই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।’

তিনি বলেন, ‌‘দুপুরে ওই পোশাক কারখানার পাঁচতলা ভবনের দোতলায় কাটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার পাঁচ শ্রমিক আহত হন।’