ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে ৬ কিমি যানজট

ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে প্রায় ছয় কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার পর মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর টোল প্লাজা থেকে নারায়ণগঞ্জের গুপচর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

গুপচর ইউনিয়নের কয়লাঘাট এলাকায় কোরবানির পশুরহাটের গরু মুন্সীগঞ্জ ঢাকা সড়কের পাশে রাখায় এই যানজট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

মুন্সীগঞ্জ ট্রাফিকের ওসি টিআই বজলুল হক বলেন, এই সড়কে নারায়ণগঞ্জের গুপচর কয়লাঘাট এলাকায় কোরবানির হাট বসায় যানজটের সৃষ্টি হয়েছে। এটি খুবই ব্যস্ত একটি সড়ক। সিমেন্ট কোম্পানিসহ বিভিন্ন ফ্যাক্টরির বড় বড় ট্রাক এই সড়কে চলাচল করে। এর ওপর কোরবানির হাটের কারণে অনেক যানজটের সৃষ্টি হয়েছে। 

মুন্সীগঞ্জ অংশের যানজট স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানান তিনি।