ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৪ কিমিতে যানবাহনের ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেুত মহাসড়কের প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত দুই লেনেই গাড়ি ধীরগতিতে চলাচল করছে। শুক্রবার (১৫ জুলাই) রাত ১০টা পর্যন্ত এ দৃশ্য দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে ঢাকাগামী আমভর্তি একটি ট্রাক মহাসড়কের ৩ নম্বর সেতুর কাছে বাবলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেটি সরাতে বেশ কিছু সময় লাগে। ওই সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ঘণ্টা খানেক পর যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু ঈদ শেষে ঢাকায় ফেরা যানবাহনের চাপে সন্ধ্যা থেকে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত দুই লেনে গাড়ি ধীরগতিতে চলাচল করছে। ফলে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘মানুষ কর্মস্থলে ফিরছেন। এজন্য সড়কে গাড়ির চাপ রয়েছে। সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত দুই লেনেই গাড়ি কিছুটা ধীরগতিতে চলাচল করছে। তবে টোল আদায়ে দেরি হচ্ছে না। গাড়ি চলাচল স্বাভাবিক করতে কাজ করছি আমরা। অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’