মিছিলে রাষ্ট্রবিরোধী স্লোগান, জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেফতার

মিছিলে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে গাজীপুরে জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ জুলাই) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর শাখার সেক্রেটারি আফজাল হোসাইন, গাছা থানা শাখার আমির আব্দুল মোতালিব, টঙ্গী পূর্ব থানা শাখার আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, ৪৩ নম্বর ওয়ার্ডের সভাপতি শামিম আল মামুন, ৫৪ নম্বর ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দিন, ৪৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু সুফিয়ান, সানাউল্লাহ, মহানগর শাখার রোকন রহমত উল্লাহ, কর্মী আশরাফুল আলম রাজু, আব্দুস সালাম, জাকারিয়া খান, আতিকুর রহমান মুকুল, নাজমুল হক, ইমরান, আব্দুল্লাহ, তামিরুল মিল্লাত মাদ্রাসার বিজ্ঞানের শিক্ষক আশরাফুল আলম ও একই বিষয়ের শিক্ষক সিরাজুল ইসলাম।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান বলেন, শনিবার গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া বাইপাস এলাকা ও রবিবার গাছা থানার ভূষিরমিল সাইনবোর্ড এলাকায় জামায়াতের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবি করেন তারা। সেইসঙ্গে গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাষ্ট্রবিরোধী স্লোগান দেন। 

তিনি বলেন, ওই সময় তারা কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তখন আট নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা পালিয়ে যান। এ ঘটনায় গাছা থানায় দ্রুত বিচার আইনে এবং বাসন থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়। পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়। সোমবার গ্রেফতারকৃত ১৭ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উপ-কমিশনার জাকির হাসান আরও বলেন, গ্রেফতারকৃতরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিল বলে আমাদের কাছে তথ্য ছিল। এ অভিযানের মধ্য দিয়ে তাদের পরিকল্পনা রুখে দিয়েছে পুলিশ। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর সার্কেলের সহকারী পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকার ও সহকারী কমিশনার (গোয়েন্দা) আবু সায়েম নয়ন উপস্থিত ছিলেন।