টিউবওয়েলের পানি পানে ৭ জন হাসপাতালে, রাতে টাকা-সোনা লুট

টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের সাত জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই দিনে তাদের ঘরে জানালার গ্রিল ভেঙে নগদ টাকাসহ সোনা চুরির ঘটনাও ঘটেছে। সোমবার (১ জুলাই) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে এই ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি হওয়া সাত জন হলেন- রায়পুর গ্রামের মৃত জগবন্ধুর ছেলে বিপুল চাকী (৫০), তার স্ত্রী তৃপ্তি রানী চাকী (৪৬), জগবন্ধুর ছেলে নিমাই চাকী (৫৫), কার্তিক চাকী (৬৫), তার স্ত্রী পুতুল চাকী (৫০), নিমাই চাকীর স্ত্রী কল্যানী চাকী (৪৬) ও ইতি রানী দে (৪০)। অসুস্থ রোগীরা বর্তমানে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয়রা দাবি করছেন, যেসব দুর্বৃত্তরা ওই বাড়িতে লুট করেছে তারা পানির টিউবওয়েলে হয় তো কোনও চেতনানাশক ওষুধ মিশিয়ে রেখেছিল- যাতে ওই বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ে এবং লুটপাট করতে কোনও সমস্যায় না পড়তে হয়।

অসুস্থ নিমাই চাকি বলেন, রাতে আমি বাজার থেকে বাড়িতে আসি। কিছুক্ষণ পর খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের মতো ঘুমোতে যাই।  কিন্তু রাতে কোন কোন শব্দ পায়নি। পরে ৬-৭ জন মানুষ আমাদের হাত পাসহ মুখ বেধে লুটপাট চালায়।

বিপুল চাকীর মেয়ে বরিশা চাকী বলেন, ‘আমাদের বাড়ির টিউবওলের পানি পান করে আমিসহ বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ি। আমরা অসুস্থ হওয়াতে সোমবার রাত ১-২টায় সবাই ঘুমিয়ে পড়লে প্রথমে জানালা দিয়ে একজন ঢুকে আমাদের প্রধান দরজাটি খুলে দেয়। বিষয়টি আমি টের পেয়ে চিৎকার করি এর পরপরই ৬-৭ জন এসে আমিসহ ঘরে যারা ছিল সবার হাত-পা মুখ বেঁধে নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ৬/৭ লাখ টাকার সোনা নিয়ে যায়।’

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘ধারণা করছি, তাদের পানির টিউবওয়েলে কোনও চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখা হয়েছিল- যা খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।’

খবর পেয়ে বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’