বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ২১ যাত্রী

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ২১ যাত্রীর সবাই সাঁতরে তীরে উঠতে পেরেছেন। 

শুক্রবার (১২ আগস্ট) ভোরে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিসের টিম এসে তল্লাশি চালায়।

স্থানীয়রা জানান, ভোরে বক্তাবলীর ঘাট দিয়ে ট্রলারে নদী পার হচ্ছিলেন ২১ জন। এক যাত্রীকে ট্রলার চালাতে দিয়ে চালক ভাড়া আদায় শুরু করেন। এ সময় ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী একটি বাল্কহেড ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। তবে যাত্রীরা সাঁতরে নদীর তীরে পৌঁছে যান। এরপরও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালায়। তবে কিছু পায়নি।

ফতুল্লা ফায়ার সার্ভসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আলম হোসেন বলেন, ‘ভোর ৪টাঢ ২০-২১ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবে যায়। যাত্রীরা সাঁতরে তীরে উঠে যান। এখন পর্যন্ত কোনও নিখোঁজ নেই। তবে প্রথমদিকে স্থানীয়রা দাবি করেছিল ২-১ জন নিখোঁজ আছে। এজন্য আমরা সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছি, কিছু পাইনি। তাছাড়া নিখোঁজের কোনও দাবিদার নেই। এ কারণে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার যাত্রী নিয়ে ডুবে যায়। তবে ঠিক কতজন ট্রলারে ছিল তা নিশ্চিত করে বলা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে ২০-২১ জন ট্রলারে ছিলেন।