না.গঞ্জে দুইশ’র বেশি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৩ লাখ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় ২১টি বাড়ির দুইশ’র বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একইসঙ্গে তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো.  সুরুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রূপালী আবাসিক এলাকার ২১টি বাড়িতে অভিযান চালিয়ে দুইশ’র বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১৭ গ্রাহককে তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ রাইজার জব্দ করা হয়।

পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সংযোগ দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।