সোনারগাঁয়ে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুই এলাকায় তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীমের নেতৃত্বে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সোনারগাঁয়ের নোয়াইল ও মোগড়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোনারগাঁয়ের নোয়াইল এলাকার আদমপুর বাজারে অভিযান চালিয়ে তিন হাজার অবৈধ আবাসিক লাইনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ওই এলাকার একটি চুন ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

তিনি আরও বলেন, মোগড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে কলাপাতা সুইট নামে একটি মিষ্টি তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যথাক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানান তিনি।